সাতক্ষীরা

জেলা রেজিষ্ট্রার কার্যালয়ের উদ্যেগে জাতীয় শোক দিবস পালিত

By daily satkhira

August 15, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যেদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রারের কার্যালয়। শনিবার বেলা ১২ টায় জেলা রেজিষ্ট্রার ও সদর সাব রেজিষ্ট্রারের যৌথ উদ্যেগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শহরের আহছানিয়া এতিম ও মিসকিন হাফিজিয়া মাদ্রাসায় দু’টি কোরআন শরিফ ও অসমাপ্ত আতœজীবনী(শেখ মুজিবুর রহমান) বই বিতরণ করেন। একই সাথে দুপুরে এতিমদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করেন প্রতিষ্ঠানটি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার মোঃ আব্দুল হাফিজের পক্ষে প্রধান সহকারী সৈয়দ সালাহ উদ্দিন, সদর সাব রেজিষ্ট্রার মোঃ রফিকুল আলমের প্রতিনিধি সহকারী শেখ আব্দুল জব্বার, সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক শেখ আজাদ, নকল নবিশ সমিতির পক্ষে মীর মোত্তজা হাসান লিটু, রাসেল ইসলাম, আহছানিয়া এতিম ও মিসকিন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মোঃ মুছা করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম, হাফেজ ফজলুর রহমানসহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।