আশাশুনি

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

By daily satkhira

August 15, 2020

আশাশুনি ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশাশুনি সরকারি ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে সকল সরকারি বেসরকারি ভবন, প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও সংগঠন কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, শোক পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্œ কর্মসূচি পালন করা হয়। আশাশুনি উপজেলা প্রশাসন ঃ বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালী, আলোচনা সভা, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া-মীলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জুম আ্যাপসের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মীর আলিফ রেজা। আলোচনা রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় অফিসার করিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিশ^জিৎ ঘোষ প্রমুখ। আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ঃ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর শোক ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, ভার্চুয়াল আলোচনা সভা, দুপুরে খাদ্য বিতরণ এবং মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ১৫ আগস্ট উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্যৗা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, জগদিস চন্দ্র সানা, বুদ্ধদেব সরকার, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শ্রমিক লীগ সভাপতি ঢালী শামসুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী, সাধারণ সম্পাদক বিকাশ কুমার মন্ডল, মহিলা লীগ সভানেত্রী তহমিনা রহিম, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, কৃষক লীগ সাধারণ সম্পাদক মতিলাল সরকার, সাবেক ছাত্রলীগ নেতা এস এম হোসেনুজামান হোসেন, ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুর রহমান তাজ, সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ। আশাশুনি এলাকাবাসী ঃ যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিটের নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালী, আলোচনা সভা, মসজিদে মীলাদ ও দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা এবং গণভোজের আয়োজন করা হয়। তাহমিদ হোসেন ডেভিটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির সুমন। অনুষ্ঠানে যুবলীগ নেতা আনিছুর রহমান, স ম শাহীন রেজা, রফিকুল ইসলাম, বকুল হোসেন বাবু, লিটু, ছাত্রলীগ নেতা মঞ্জুরুল কবির মান্না, হুমায়ুন কবির রাসেল, সরকারি কলেজ নেতা তাজ, শোভন, শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা, বাবু, কাদের, তারিকুল, আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাজ্জাদুল হক কালু ও পরিচালনায় ছিলেন শিক্ষক আব্দুল আলিম। কুল্যা ইউনিয়ন কৃষকলীগ ঃ গুনাকরকাটি বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিতকরে উত্তোলন,বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও মিলাদ-দোয়া মাহফিল করে। অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তারিকুল ইসলাম, সেনাবাহিনীর অবঃ সার্জেন্ট রবিউল ইসলাম বাদশা, উপজেলা আ’লীগ নেতা হুমায়ুন কবির মন্টু, কৃষকলীগ সহ-সভাপতি নূরউদ্দিন, অর্থ সম্পাদক জুলফিকর আলি জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ৭নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন, ৮নং ওয়ার্ড সাংগঠনিক কবিরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সদস্য মইনুল ইসলাম, ফরহাদ হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগ ঃ অন্যান্য কর্মসূচিসহ আলোচনা সভা ও মাল্যদান করে। আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী আবু সাইদ ঢালী। অনুষ্ঠানে উপজেলা আ’লীগ নেতা কে এম হুমায়ুন কবির মন্টু, আলমগীর হোসেন আঙ্গুর (মেম্বার), ফিরোজ খান মধু, কৃষকলীগ সভাপতি তারিকুল ইসলাম, আবু তালেব, শাহিনুর আলম, জুলফিকর আলী জুয়েল, মোস্তাক আহমেদ, নূর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কুল্যা ইউনিয়ন পরিষদ ঃ বঙ্গবন্ধুর স্মুতি স্তম্ভে মাল্যদান করে। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে মাল্যদানকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী আঃ বারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ মমিন, বাজার কমিটি সভাপতি আঃ গফফার, আ’লীগ নেতা শহিদুল্লাহ, আঃ ছামাদ, রাজু, রিপন, আছাদুল, মাহবুব প্রমুখ। কাদাকাটি ইউনিয়ন পরিষদ ঃ জাতীয় পতাকা অর্ধনমিতকরে উত্তোলন, পুস্পমাল্য অর্পন, শোক র‌্যালী, দোয়া ও মীলাদ (পরিচালনা মাওঃ মিজানুর রহমান), তাবারক বিতরণ, মন্দিরে শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও প্রার্থনা (সাধন ব্যানার্জী) করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, মেম্বার গোলাম মোস্তফা, রমজান আলি, আয়ুব আলি, ইউনিয়ন আ’লীগ যুগ্ম সম্পাদক সুশান্ত মিত্র বাপ্পী, ওয়ার্ড আ’লীগ সভাপতি কুমোদ রঞ্জন, সেক্রেটাী হিমাদ্রী সরকার, ইউপি সচিব মঞ্জুরুল ইসলাম, গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঃ স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণে ও বিদেহী আত্মার শান্তি কামনা করে আলোচনা সভা, নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ বুশরা নওরিন, ডাঃ সাবরিন মুরসাল, এসআই জি এম গোলাম মোস্তাফা। অনুষ্ঠান পরিচালনা করেন এইচএ মোক্তারুজ্জামান স্বপন। আশাশুনি সরকারি কলেজ ঃ অন্যান্য কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ ড. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক মোখলেছুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রেজাউল করিম, গীতা পাঠ করেন জয়ন্ত চক্রবর্তী। মোনাজাত পরিচালনা করেন হাফেজ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে অধ্যাপক মাখন লাল দফাদার, এস এম ফিরোজ আহমেদ, ছহিল উদ্দিন, দীপঙ্কর মল্লিক, সজল আঢ্য প্রমুখ উপস্থিত ছিলেন। আশাশুনি মহিলা কলেজ ঃ সামাজিক দুরত্ব বজায় রেখে বৃক্ষ রোপন ও জাতীয় শোক দিবসের উপর আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ এস এম সাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা রাখেন, প্রভাষক প্রকাশ দাশ, আব্দুর রব, আল আমিন হোসেন, আকবর হোসেন, আবু জাফর, মুকুন্দ সরদার, সিরাজুল ইসলাম, দীপংকর বাছাড়, ইয়াহিয়া ইকবাল, সহকারী অধ্যাপক সেলিম দুর্রানি এবং রেহেনা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন রতন কুমার অধিকারী। গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় ঃ অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা করে। প্রধান শিক্ষক শফিউল্লাহ বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। সভায় মাহফুজুর রহমান, নীল কমল, নাজিম, সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন ঃ অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা করে। এসএমসি সভাপতি সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা রাখেন, প্রধান শিক্ষক বিষ্ণপদ বিশ^াস, শিক্ষক হাফিজুর রহমান, কিশোরী মোহন সরকার এবং এসএমসি সদস্য ও অন্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।