কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, বাঙালীর অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় গোবিন্দপুরে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম ইয়াহিয়ার রহমান খোকন, শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুফিয়া খাতুন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইউনুস আলী, সাধন মন্ডল, আব্দুল জব্বার, গাজী নুরুল হক বাচ্চু, আব্দুল ওহাব গাজী, আবু সাঈদ গাজী, মিজানুর রহমান, আব্দুল হালিম, হাবিবুল্লাহ পাড়, আব্দুল মজিদ, আনারুল ইসলাম, জিএম জামিনুর রহমান, আব্দুল খালেক শেখ, যুবলীগ নেতা আব্দুল ওহাব পিয়াদা সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে ১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা জাকির হোসেন।