সাতক্ষীরা

বঙ্গবন্ধু শোসিতের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন — সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

By daily satkhira

August 16, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা’র সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু বিশ্বের শোসিতের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাই বঙ্গবন্ধু শুধু বাংলার বন্ধু ছিলেন না, তিনি ছিলেন বিশ্ববন্ধু। তিনি আরও বলেন, শোককে শক্তিতে পরিণত করে, সেই শক্তি দিয়ে নতুন ভাবে দেশ গড়তে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা বিচার বিভাগ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শেখ মফিজুর রহমান এ সময় আরও বলেন, আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর জায়গায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বঙ্গবন্ধুর প্রশ্নে বাংলাদেশের মানুষের মধ্যে কোন দ্বিধাবিভক্তি নেই, সুতরাং সেই বঙ্গবন্ধুকে আমরা ধারণ করতে চাই, একচ্ছত্র ভাবে ধারণ করতে চাই। তার স্বপ্নকে আমরা লালন করতে চাই, তবেই আমাদের এই বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশে পরিণত হবে, একটি সুন্দর বাংলাদেশে পরিণত হবে, একটি সুস্থ্যতর বাংলাদেশে পরিণত হবে-সেই শুভ দিনের প্রতিক্ষায় আমরা আছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু পাকিস্থান আমলের বিচার ব্যাবস্থার উপর ভীষণ ভাবে রুষ্ঠ ছিলেন, কারণ পাকিস্থান আমলের বিচার ব্যবস্থার অনিয়মের কারনে সারা জীবন তিনি দূর্ভোগের শিকার হয়েছেন এবং দেশ স্বাধীনের পর যখন প্রথম সংবিধান রচনা করা হয়, তিনি তখন ড. কামাল হোসেনকে বলেছিলেন, বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করতে হবে, আলাদা করতে হবে। আমাদের সংবিধানের ২২ অনুচ্ছেদে সেটি বলা হয়েছে বলেই ৪০ বছর পর হলেও আমরা পৃথক হওয়ার রাস্তায় হেঁটেছি। সুতরাং পাকিস্থান আমলে আমরা ২৩ বছর যেভাবে জিন্না টুপি পরে হেঁটেছিলাম, আজকে কিন্তু আমরা ভিন্ন দেশে হাঁটছি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নের রাস্তায় হাঁটছি। বঙ্গবন্ধুর হত্যার পর যে বিচার বিভাগ পিছনের দিকে হাঁটছিল, মানুষ বিচার পাবেনা, অবিচারের দরজায় আমরা আঘাত আনছিলাম বার বার। সেই আঘাতে দরজা আমরা খুলতে পারিনি। কিন্তু সেই দরজা আমরা এখন খুঁলেছি। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তাদের বিচার অনেকটা এগিয়ে গেছে, সম্পন্ন হওয়ার পথে। সুতরাং বিচার বিভাগ বঙ্গবন্ধু হত্যারকান্ডের বিচারের ক্ষেত্রে অসীম সাহসী ভূমিকা রেখেছে, সেই ভূমিকা আগামীদিনও অব্যাহত রাখবে বলে আমি আশাকরি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ নূরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, জিপি এড. শম্ভুনাথ সিংহ, পিপি এড. আব্দুল লতিফ সহ অন্যান্য বিচারকবৃন্দ। সভা শেষে বাদ জোহর জজ শীপের মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দসহ কোর্ট স্টাফ ও আইনজীবী সহকারিগন উপস্থিত ছিলেন। এছাড়াও বিচার বিভাগের পক্ষ থেকে শহরের ২টি এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ করা হয়। অপরদিকে বেলা ১২ টায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিপি এড. শম্ভুনাথ সিংহ এর সভাপতিত্বে পিপি অফিসের সম্মুখস্থ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্টিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, পিপি এড. আব্দুল লতিফ ও সাবেক পিপি এবং আওয়ামী লীগ নেতা এড. এসএম হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পিপি অনিত মুখার্জী।