দেবহাটা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণীর চেহেলাম অনুষ্ঠিত

By daily satkhira

August 16, 2020

দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফ শাহী জামে মসজিদে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী মিসেস ইলা হক এর চেহেলাম উপলক্ষে ১৬ আগস্ট রবিবার বাদ আছর আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিসেস ইলা হকের স্মৃতিচারণ এবং পবিত্র কোরআন ও হাদীসের আলোকে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ রংপুরী। মিলাদ শরীফ ও কেয়াম পরিবেশন করেন অত্র শাহী জামে মসজিদের পেশ ইমাম অালহাজ্জ মাওলানা মো: আশরাফুল ইসলাম আজিজী ও হাফেজ মো: হাবিবুর রহমান। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, সন্তান প্রকৌশলী জিয়াউল হক সুমন, জামাতা অধ্যাপক ডা: কামরুজ্জামান মন্টা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মো: আব্দুর রাজ্জাক, মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন, সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা আলহাজ্জ মো: সাইদুর রহমান, আলহাজ্জ মো: ইউনুস, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, মো: শফিকুল অানোয়ার রঞ্জু সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, দেবহাটা উপজেলার পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এড.স ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মো: মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: আবুল হোসেন পাড়, মুক্তিযোদ্ধা আলহাজ্জ আবু দাউদ, আলহাজ্জ হাফেজ মো: শামছুল হুদা, নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), আলহাজ্জ গোলাম মুক্তাদির, মোখলেছুর রহমান মুকুল, সংবাদকর্মী মো: রফিকুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাতক্ষীরা-৩ তথা বিভিন্ন এলাকা হতে আগত বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ,মরহুমার অন্যান্যা আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লী। মিলাদ শরীফ শেষে মরহুমা মিসেস ইলা হক, সদ্য প্রয়াত পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর আত্মার মাগফিরাত কামনা এবং মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ সহ বিশ্ববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো: আবু সাঈদ রংপুরী। এছাড়া একই সময় ডা: রুহুল হক এমপি’র নলতা শরীফের টাউনপাড়ার বাসভবনে মরহুমার রুহের মাগফেরাত কামনায় মরহুমার কন্যা সহকারী অধ্যাপক ডা: মেহজাবিন হক জেবার বিশেষ তত্ত্বাবধানে মহিলাদের মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সেখানেও প্রায় ২ হাজার মহিলা মুসল্লী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এদিকে ১৬ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে নলতা হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় নলতা শরীফ নিবাসী মো: হজরত আলীর মাতা আছিয়া খাতুন (৭৭) মৃত্যুবরণ করেন ( ইন্নলিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তিনি হজরত আলী, খাজা, আব্দুল গফফার ও মোজাফফর ( নলতা কলেজের স্টাফ) নামক ৪ পুত্র ১ কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।