তালা

তালায় রোগীদের হয়রানির দায়ে এক দালালের কারা‌দণ্ড

By daily satkhira

August 16, 2020

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি করার দায়ে রফিকুজ্জামান (৪৫) নামের এক দালালকে এক মাসের কারাদ্বন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন এই দ্বন্ডেেদশ দেন। দ্বন্ডপ্রাপ্ত দালাল রফিকুজ্জামান তালা উপজেলার আটারই গ্রামের শেখ এলাহি বক্সের ছেলে। তালা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি দালাল চক্র তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা নারী-পুরুষদের সহযোগিতা দেওয়ার নামে হয়রানি ও বিভিন্নভাবে নাজেহাল করে আসছিলেন। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজনকে হয়রানি করার সময় রফিকুজ্জামানকে হাতে নাতে আটক করে পুলিশ। এরপর দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে এক মাসের কারাদ্বন্ড প্রদান করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বন্ডপ্রাপ্ত আসামী রফিকুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।##