আন্তর্জাতিক

ভারতে মৃত্যু ছাড়ালো ৫০ হাজার

By Daily Satkhira

August 17, 2020

বিদেশের খবর : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪১ জন মারা গেছেন। একই সময়ে ৫৭ হাজার ৯৮১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫০ হাজার ৯২১ জন। আর শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২০ হাজার ৩৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ৭৬৬ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৯৬ জন।