সাতক্ষীরা

রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

August 17, 2020

নিজস্ব প্রতিনিধি : সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গিবাদী রুখো, সন্ত্রাস নির্মূল, বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ২৮তম বার্ষিকীতে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মিনি মার্কেটস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড স্বপন শীল। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সাবির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অধ্যক্ষ শিবপদ গাইন, মফিজুল হক জাহাঙ্গীর, সাদেকুর রহমান, নির্মল সরকার, হিন্ময় মন্ডল, অধ্যাপক আবুল খায়ের, নজরুল ইসলাম, বিশ্বনাথ কয়াল প্রমূখ। এসময় বক্তারা বক্তারা বলেন, ১৯৯২ সালের একটি জনসভায় জননেতা কমরেড রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে নগ্ন হামলা চালিয়েছিল ওই সাম্প্রদায়িক মৌলবাদীরা। কিন্তু তার সুষ্ঠু বিচার হয়নি। বক্তরা অবিলম্বে ওই নগ্ন ঘটনার বিচার দাবি করেন। এছাড়া দেশ থেকে সন্ত্রাস নির্মূল, বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি জানান তারা।