নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১৯১ নং তেঘরিয়া, দেউলিয়া, নিজদেবপুর (টি.ডি.এন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃ) আবিদুর রহমান এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয় টির সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাউঃ মোঃ ফারুক হোসেন সহ ৫৮ স্বাক্ষরিত লিখিতো অভিযোগ করেছেন জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা -৪ শ্যামনগর, কালিগঞ্জ (আংশিক), বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা খুলনা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা। অভিযোগে উল্লেখন করেছেন ২০১৭-১৮ ও ১৮-১৯ অর্থ বছরের সিলিপ এর টাকা, ২০১৭/১৮/১৯ সালের প্রাক- প্রাথমিকের টাকা, উপবৃত্তি টাকা, বিজয় ফুল উৎসব ও আন্তঃকীড়া প্রাতিযোগিতা ও এমন কি জাতীয় শোক দিবস এর টাকা আতœসাৎ করে থমে থাকেনি। তিনি বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার পর সহকারী শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন খাতের খরচ দেখিয়ে কয়েক লক্ষ টাকা আতœসাৎ করেছে। আরো অভিযোগে বলেন সরকারী নির্দেশনায় বিদ্যালয়ে নিজ নিজ প্রশ্নপএ তৈরি বিধান থাকলেউ তা না মেনে অন্য বিদ্যালয় থেকে এনে বিদ্যালয়ের নাম কপি করে পরিক্ষা নিয়েছে। প্রধান শিক্ষক (ভাঃ) সেচ্ছাচারিতা, অনিয়ম ও অপকর্মের ফলে বিদ্যালয় টিতে মানসম্মত শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন আমি অভিযোগ তদন্ত করার জন্য কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পাঠায়েছিলাম এখনো কেনো তদন্ত প্রতিবেদন দিলোনা আমি আবার রিমাইন্ডার চিঠি পাঠাচ্ছি। কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার বলেন আমাদের একজন এটি ওকে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিনি চিঠি রেডি করেছেন আগামীকালকে চিঠি জারি করা হবে। এদিকে স্থানীয় অভিভাবকরা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন এত বড় দুর্নীতিবাজ প্রধান শিক্ষক সরকারিভাবে যে বরাদ্দ গুলো এসেছে তা বিভিন্ন কৌশলে নিজে উত্তোলন করে নিয়েছে স্কুলের দৃশ্যমান তেমন কোনো কাজ করেনি, এমনকি স্কুলে একটা ভালো সাইনবোর্ড তৈরি করেননি। প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।