কালিগঞ্জ

কি‌শোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন ও স্বাস্থ‌্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

By daily satkhira

August 18, 2020

কা‌লিগঞ্জ প্রতিনি‌ধিঃ  কালিগঞ্জে কি‌শোরী প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন, স্বাস্থ‌্য সেবায় কি‌শোরী প্রতিবন্ধী‌দের বাঁধা, প্রতিবন্ধী হি‌সে‌বে সামা‌জিক প্রতিবন্ধকতা অ‌তিক্রম ক‌রে প্রয়োজনীয় যত্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকাল ১০টায় উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সের টে‌নিংরুম এই কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা কি‌শোরী প্রজেক্টের অা‌য়োজ‌নে ও ডিজএ‌্যাবল্ড রিহ‌্যাবি‌লি‌টেশন এন্ড রিসার্চ এ‌সো‌সি‌য়েশন (‌ডিঅারঅারএ) এর সহ‌যো‌গিতায় কর্মশালার উ‌দ্বোধন ক‌রেন উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈ‌য়েবুর রহমান। নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক ম‌নোয়ারা খাতু‌নের সভাপ‌তি‌ত্বে ও উপজেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা অাব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা অাবুল কালাম অাজাদ। ‌দিন ব‌্যা‌পি কর্মশালার সা‌র্বিক ব‌্যবস্থাপনায় ছি‌লেন কি‌শোরী প্রজে‌ক্টের উপ‌জেলা সুপার ভাইজার ন‌জিফা খাতুন ও মু‌জিবর রহমান। কর্মশালায় কা‌লিগঞ্জ, অাশাশু‌নি ও দেবহাটা উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের ২০জন শিক্ষক প্রশিক্ষ‌ণে অংশগ্রহন ক‌রেন।