কালিগঞ্জ

স্বামী পরিত্যাক্তা ও বিধবা নারীদের কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে ……ইউএনও মোজাম্মেল হক

By daily satkhira

August 18, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ  কা‌লিগ‌ঞ্জে কোভিট-১৯ মহামারী মোকা‌বেলায় স্বামী পরিত্যাক্তা ও বিধবা নারীদের মাঝে ভোগ্যপণ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার তারালী ও কুশুলিয়া ইউনিয়নে পৃথকভাবে স্বপ্ন প্রকল্পের স্বামী পরিত্যাক্তা ও বিধবা নারীদের মাঝে ভোগ্যপণ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সহায়তা বিতরণ ক‌রেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। এসময় তি‌নি বলেন, খাদ্যদ্রব্য খাওয়ার পূ‌র্বে হাত পরিষ্কার করে তা গ্রহন কর‌তে হ‌বে। সব সময় এই কাজ গু‌লো কর‌লে শতকরা ৮০ ভাগ রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। দরিদ্র মানুষদের কাজের মাধ্যমে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে হবে। হাত পেতে অনুদান গ্রহণ করা ভালো কাজ নয়। আমাদের নীতি ও নৈতিকতার পরিবর্তন ঘটা‌তে হবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আওতায়, স্বপ্ন প্রকল্পের মাধ্যমে বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে ইউ‌পি চেয়ারম‌্যান এনামুল হোসেন ছোট এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি জাতীয় প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জী, সুশীলনের উপ- পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর প্রেসক্লাবের সা‌বেক সহ-সভাপতি শিক্ষক মোস্তফা কামাল। অপর দি‌কে বেলা ১১ টায় অনুরুপ ভা‌বে কুশলিয়া কুশু‌লিয়া ইউ‌পি চেয়ারম‌্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‌্য রা‌খেন থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুল গফফার, মনিরুল ইসলাম পুটু, সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, আবু জাফর সিদ্দিকী মিলন, স্বপ্ন প্রকল্পের শেখ ফিরোজ উদ্দিন, নূর মোহাম্মাদ, আবু রায়হান প্রমূখ। ভোগ্য পণ্যের প্যাকেজ প্রতি‌টি পরিবার প্রতি এগারো প্রকার মালামাল পায়ে‌ছেন। এছাড়া আগামি ১৯ ও ২০ আগস্ট পাঁচ উপজেলার সকল ইউনিয়ন পরিষদে খাদ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।