বিনোদন ডেস্ক : এ কোন মৌসুমী হামিদ! এভাবে তাকে কেউ কখনো দেখেছে? পড়নে লাল শাড়ি, সঙ্গে খাকি রঙের শার্ট, এক নলা বন্দুক, গুলির বেল্ট, কোমরে পিস্তল, পায়ে বুট জুতা, চেহারায় প্রতিশোধের আগুন। দেখে যেন মনে হচ্ছে, ‘দস্যুরানি ফুলন দেবী’র নতুন সংস্করণ। ঠিক তাই, ‘বাদাবন’ টেলিছবিতে মৌসুমী হামিদ জলদস্যুদের সর্দার। পরিচালক সুমন আনোয়ার বেশ খেটে এই টেরিছবির শুটিং করছেন সিলেটের রাতারগুলে। এর আগে শুটিং হয়েছে পুরান ঢাকা, নতুন ঢাকা, গাজীপুরের কালিয়াকৈর, সিলেটের লাউয়াছড়াসহ আরও কিছু জায়গায়। গত কয়েক বছর প্রতি ঈদেই ভিন্ন ধরনের কাজ নিয়ে উপস্থিত হন সুমন আনোয়ার। এই যেমন—‘রাতারগুল’, ‘কালাগুল’, ‘গুলবাহার’ ও ‘কমলা সুন্দরী’। ‘বাদাবন’ও তেমনি একটি কাজ হচ্ছে। ‘বাদাবন’–এ জলদস্যুদের সর্দার মৌসুমী হামিদ বললেন, ‘এমন কাজ আগে কখনো করিনি। অন্য রকম অভিজ্ঞতা। পোশাক, চরিত্র কিতংবা অভিনয়—সবকিছুই। দর্শক এখানে আমাকে নতুন রূপে দেখতে পাবে।’ ‘বাদাবন’ টেলিছবিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, মৌসুমী হামিদ, আফরান নিশোসহ অনেকে। সুমন আনোয়ার জানালেন, ‘বাদাবন’ তৈরি করছেন ঈদের জন্য। ছয়দিন শুটিং করেছেন, আরও কয়েকদিনের কাজ বাকি আছে।