শ্যামনগর

শ্যামনগরের গাবুরায় রিংবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

By daily satkhira

August 20, 2020

শ্যামনগর প্রতিনিধি : আম্ফান প্রভাবিত সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়ার রিংবাঁধ ভেঙ্গে আবারো কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন রিংবাঁধটি ভেঙ্গে ১,২,৪ ও ৮ নং ওয়ার্ড এলাকাগুলো লোনা পানিতে প্লাবিত হয়েছে। আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গাবুরার লেবুবুনিয়া বেড়ীবাঁধ নির্মাণ করা না গেলেও তাত্ক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহযোগিতায় রিংবাঁধ দিয়ে লোনা পানি আটকানো সম্ভব হয়েছিল। কিন্তু দ্রুত টেকসই বেড়ীবাঁধ নির্মাণ না করার কারণে দীর্ঘ কয়েক দিনের বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় রিংবাঁধটি ভেঙ্গে লেবুবুনিয়া সহ গাবুরা দক্ষিণ পাড়া,গাইনবাড়ি,গাইনবাড়ি প্রাইমারী স্কুল ও গাইনবাড়ি হাইস্কুল এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়।আম্ফান পরবর্তীকালে রিংবাঁধ দিয়ে নদীর লোনা পানি আটকানো সম্ভব হলেও পুরা গাবুরা ইউনিয়ন এখনো স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার আবারো গাবুরা ইউনিয়নে খোলপেটুয়া নদীর রিংবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে।পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতোলা সহ আরও ২ স্থানে ভাংঙ্গনের তীব্রতা দেখা দিয়েছে।এছাড়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী ও দাতিনাখালীতে রিংবাঁধ উপচে পানি প্রবেশ করছে। প্রয়োজনীয় আশু ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে এলাকাবাসী । রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন নেতৃবৃন্দ পৌঁছাতে পারেনি। শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন মোবাইল ফোনে জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন উপজেলা প্রশাসনের লোকজন সেখানে পাঠানো হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ২০০০ টি জিও ব্যাক দেওয়া হয়েছে।