শ্যামনগর

শ্যামনগরে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আওয়ামীলীগের সভা ও দোয়া

By daily satkhira

August 21, 2020

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও সাতক্ষীরা-৪আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রভাষক আহ্বায়ক ফয়সাল আহমেদ সুমন, সাবেক আওয়ামীলীগ নেতা কুমুদ রঞ্জন গায়েন, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান টুটুল, সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২১ শে আগস্ট উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন বি এন পি জোট সরকার শাসন আমলে বাংলাদেশ যখন সন্ত্রাস ও জঙ্গিবাদ রাষ্ট্রে পরিনত হয়েছিলো। ঠিক তখন তার প্রতিবাদ করেছিল ততকালীন বিরোধী দলীয়নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বন্ধু কন্যা শেখ হাসিনা। আর এ প্রতিবাদ করায় কারনেই ২০০৪ সালের ২১ শে আগষ্ট তৎকালীন বি,এন,পি জামাত জোটসরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেস্টা চালিয়েছিলো। আল্লাহর অশেষ রহমত ও মানব প্রাচীর এর কারনেই সেদিন বেঁচে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিরোধী দলের মূল পরিকল্পনা ছিলো তাকে হত্যা করা। তাকে হত্যার উদ্দেশ্যে একে একে ১৩ টি গ্রেনেড নিক্ষেপ করেছিলো। এতে শহীদ হয়েছিলো আইভী রহমান সহ ২৪ জন আওয়ামিলীগ এর নেতাকর্মী। আলোচনা সভা শেষে ২১ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কোন মসজিদের পেশ ইমাম ইমাম মুফতি আব্দুল খালেক।