অনলাইন ডেস্ক : অনৈতিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই প্রশাসনিক কর্মকর্তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তারা হলেন- হাইকোর্ট বিভাগের ঢাকা অ্যাফিডেভিট কমিশনার হিসেবে চলতি দায়িত্বপালনকারী খান মো. সিরাজুল ইসলাম ও কমিশনার অব অ্যাফিডেভিট হিসেবে দায়িত্বরত মো. আব্দুর রশিদ।
শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দায়িত্বপালনরত অবস্থায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাদের সাময়িক বহিস্কার করা হলো।
সুপ্রিম কোর্টের বেঞ্চ ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন আদালতের আইনজীবী ও কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের দুর্নীতি রুখতে অভিযোগ বপ স্থাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ১৬ আগষ্ট আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে অভিযান পরিচালনার পর ৪৩ জনকে মুহুরী ও অফিস সহায়ককে আটক করা হয়েছিল। পরে তাদের মুচলেকার বিনমিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।