আশাশুনি প্রতিনিধি: অতিবর্ষণ ও প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ হাজরাখালি বেড়ীবাঁধ এবং প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মঙ্গলবার বেলা ১১টায় ক্ষতিগ্রস্থ হাজরাখালি বেড়ীবাঁধ এবং প্লাবিত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকার মানুষ বিপর্যস্ত। সরকার অসহায় মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে সবসময় কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মূল বাঁধে কাজ করা সম্ভব নয়, সে কারণে মানুষের দুর্দশা লাঘবে রিং বাঁধ আটকাতে হবে। এজন্য পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন ও ইউপি চেয়ারম্যান, মেম্বারদের সর্বাত্মক ভূমিকায় কাজ এগিয়ে নিতে হবে। ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ এবং প্লাবিত এলাকা পরিদর্শনকালে এসময় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী, পিআইও সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।