সাতক্ষীরা

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার ঘটনায় শ্যামনগর থানায় অভিযোগ

By daily satkhira

August 26, 2020

শ্যামনগর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ হয়েছে। ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের আব্দুল জলিল সরদার লিখিত অভিযোগে একই এলাকার মোস্তফা সরদার এর পুত্র সাবেক ইউপি সদস্য মোঃ হাসিম সরদারের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ইলেকট্রনিক্স প্রযুক্তির সাহায্যে তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সংযুক্ত করে ইচ্ছাকৃতভাবে মানহানি এবং রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। অভিযোগে আরো বলেন জাবখালী ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহিত দন্ডায়মান অবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা যাহ আইনত অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রীকে এরূপ বিকৃতভাবে ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ কারাই অভিযুক্ত হাসিম সরদারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত প্রকাশ করার কারণ জানতে চাইলে সে বলে, আমি কোন মিথ্যা ছবি পোস্ট করিনি, ভবিষ্যতে এরকম ছবি আরো পোস্ট করব, হাসিম সরদারের এর বক্তব্য রাষ্ট্রে ও সমাজে এর বিরূপ প্রভাব পড়বে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার শ্যামনগর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছে। এবং সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।