রাজনীতি

এরশাদের নেতৃত্বে ৫৮ দলের নতুন রাজনৈতিক জোট

By Daily Satkhira

May 07, 2017

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৫৮টি দল নিয়ে গঠিত নতুন এ জোটের নাম দেয়া হয়েছে ‘সম্মিলিত জাতীয় জোট’।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের ঘোষণা দেন গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক এ রাষ্ট্রপতি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এই জোটে নিবন্ধিত জাতীয় ইসলামী মহাজোটের ৩৫টি দল আর বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) ২১টি দল থাকছে। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টও থাকবে এই জোটে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থাকা না থাকার বিষয়ে নিজাতীয় পার্টি চেয়্যারম্যান বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগের মহাজোটে থাকার ব্যাপারে নতুন জোট সিদ্ধান্ত নিবে।