আশাশুনি

আশাশুনিতে হাজরাখালি বেড়ীবাঁধ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

By daily satkhira

August 28, 2020

আশাশুনি প্রতিনিধি:  অতিবর্ষণ ও প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ হাজরাখালি বেড়ীবাঁধ এবং প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ডাঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার। শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্থ হাজরাখালি বেড়ীবাঁধ এবং প্লাবিত এলাকা পরিদর্শনকালে অবহেলিত মানুষের দুঃখের কথাগুলো তিনি শুনে বলেন, জোয়ারের পানি না কমলে ভেড়ীবাঁধের কাজ করার সম্ভব না। তবে দুই পাশদিয়ে জোয়ারের পানির চাপ কমলে সময়মত স্থায়ী ভেড়ীবাঁধের কাজ করা হবে। বতর্মান ক্লোজার-এর মুখে আগামী পরশু ইউপি চেয়ারম্যানসহ সবাইকে সঙ্গে নিয়ে রিংবাঁধের কাজ শুরুকরা হবে। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সবাইকে সাইক্লোন সেল্টার, স্কুল কলেজে আশ্রয়ন নেওয়ার জন্য বলেন। তিনি আরো বলেন, আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি কেউ যেন খাদ্য-খাবার সংকটে না পড়ে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করা হয়েছে। এছাড়া সবাইকে ঋণ দেওয়া হবে। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু শেখর সরকার, এসি আবুল হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, কয়রা উপজেলা নির্বাহী আফিসার অনিমেশ বিশ্বাস, সহকারী কমিশনার মোঃ নুরিআলম সিদ্দিকী, আশাশুনি থানার অফিসার ইনর্চাজ মোঃ গোলাম কবির, ভাইরাস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, পিআইও সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।