সাতক্ষীরা

কামালকাটিতে জেলা কৃষকলীগের বৃক্ষ রোপন

By daily satkhira

August 28, 2020

আবু ছালেক: মুজিব শত বর্ষ উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে, বৃক্ষ রোপন উপলক্ষে, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে সাতক্ষীরা জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম নিজ হাতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো: আবু ছালেক,আ: মজিদ, শেখ হাসানুর রহমান সহ কামালকাটি জামে মসজিদের মুসল্লীগন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক বৃন্দ,মাদ্রাসার শিক্ষার্থী,এতিম খানার শিক্ষার্থী সহ কৃষকলীগ,তাতিলীগ নের্তৃবৃন্দ এবং স্হানীয় গন্যমান্যব্যাক্তি বর্গ।প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমাদের বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে। দিনে দিনে এতে সম্পৃক্ত হচ্ছে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। তবুও প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচনা করলে এটা কিছুই না। তাই কৃষকলীগের উদ্যোগে দেশের এবং বৈশ্বিক প্রয়োজন অনুধাবন করে গেল কয়েক বছর ধরে আয়োজন করে আসছে এই বৃক্ষরোপনের । কৃষকলীগ সর্বদা প্রতিবছর বৃক্ষ রোপন করে সরকারের বৃক্ষ রোপন কর্মসুচি সফল করছে, এ দিকে সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের নের্তৃত্বে সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলা বিশেষ করে তালা,কলারোয়া,সাতক্ষীরা সদর,দেবহাটা,কালিগন্জ,শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৭৮ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মিয় প্রতিষ্ঠান,জনসমাগম স্হানে প্রত্যহ বৃক্ষ রোপন উপলক্ষে রোপন করা হচ্ছে বিভিন্ন ফলজ,বনজ ও ওষধি গাছের চারা। তবে এ ধারা অব্যাহত থাকবে, কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসুচি সফল হবে বলে আসা করছে কৃষকলীগের নের্তৃবৃন্দ।