সাতক্ষীরা

কা‌লিগ‌ঞ্জে প্রা‌তিষ্ঠ‌নিক পুকুর ও অন‌্যান‌্য জলাশ‌য়ে মা‌ছের পোনা অবমুক্ত

By daily satkhira

September 02, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ ২০২০-২১ অা‌র্থিক বছ‌রে রাজাস্ব খা‌তের অাওতায় অভ‌্যন্ত‌রীন জলাভূ‌মি, প্রা‌তিষ্ঠ‌নিক পুকুর ও অন‌্যান‌্য জলাশ‌য়ে মা‌ছের পোনা অবমুক্তকরণ করা হ‌য়ে‌ছে। বুধবার দুপু‌রে উপ‌জেলা প‌রিষ‌দ পুকু‌রে অানুষ্ঠ‌নিক ভা‌বে মা‌ছের পোনা অবমুক্ত ক‌রেন জেলা মৎস‌্য কর্মকর্তা ম‌শিউর রহমান। উপ‌জেলা মৎস‌্য দপ্তরের বাস্তবায়‌নে মা‌ছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সাতক্ষীরা এলারচ মৎস‌্য খামা‌রের উর্দ্ধতন বৈজ্ঞা‌নিক কর্মকর্তা নাজমুল হুদা, উপ‌জেলা সি‌নিয়ার মৎস‌্য কর্মকর্তা শ‌ফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউ‌পি চেয়ারম‌্যান শেখ রিয়াজ উদ্দিন প্রমুখ। উপজেলা মৎস্য অধিদপ্তর এর ক্ষেত্র সহকারী উজ্জ্বল কুমারের সা‌র্বিক ব‌্যবস্থাপনায় এসময় উপ‌জেলার ১৯ প্রতিষ্ঠাকে ৪৫৫ কেজী বি‌ভিন্ন জা‌তের মা‌ছের