৩০৫ যাত্রীর জীবনের তোয়াক্কা না করেই উড়ন্ত বিমানের বিজনেস ক্লাসে আড়াই ঘণ্টা ঘুমালেন পাকিস্তানের এক পাইলট।
এমন ঘটনার জন্ম দিয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) পাইলট আমির আখতার হাশমি। ঘটনায় তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত এক পাইলটের কাছে দায়িত্ব দিয়ে আমির আড়াই ঘণ্টা ঘুমান। পাইলটের ঘুমানোর সেই দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এক যাত্রী। তিনি বিষয়টি দায়িত্বরত এক সিনিয়র ক্রুর কাছে অভিযোগ করেন।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, প্রথমে পাকিস্তান এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশন (পিএএলপিএ) ওই পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়। কিন্তু পরে ওপর মহল থেকে চাপ আসায় ব্যবস্থা নিতে বাধ্য হয়।
গত ২৬ এপ্রিল আমির আখতার ইসলামাবাদ থেকে লন্ডনগামী ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাঁর সঙ্গে ফার্স্ট অফিসার আলী হাসান ইয়াজদানি ছিলেন। তাঁর প্রশিক্ষণ চলছিল।
পাইলট ও প্রশিক্ষক আমির আখতার হাশমি পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রতি মাসে এক লাখ রুপি পান। প্রশিক্ষণার্থী আসাদ আলীকে প্রশিক্ষণের জন্য সেদিন কর্তব্যরত ছিলেন হাশমি।