সাতক্ষীরা

সাতক্ষীরায় বদ্ধ ভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর

By daily satkhira

September 02, 2020

নিজস্ব প্রতিনিধি : ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বধ্যভূমি সমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৭৪ লাখ টাকা ব্যয়ে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর বদ্ধ ভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার জালালপুর বধ্যভূমি সংরক্ষণের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা মুক্তিযোদ্ধা কলেজর উপধাক্ষ্য মোঃ মহিবুল্লাহ মোড়ল, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম লিটু সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় ও গণপূর্ত অধিদপ্তর ৭৪লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।