নিজস্ব প্রতিনিধি : টেকসই ভূমি ব্যবস্থাপনা (সাসটেইনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট) প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর সাতক্ষীরা খামারবাড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর,পরিবেশ অধিদপ্তর জালাল উদ্দীন মোঃ শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা’র প্রকল্পের ফোকাল পার্সন ড. রাধেশ্যাম সরকার। এছাড়াও সাতক্ষীরা জেলার সকল উপজেলার কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, গবেষণা প্রতিষ্ঠানের (ব্রি, বারি, বিনা) প্রধানগন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃষি প্রকৌশলী,জেলা বাজার কর্মকর্তা সহ ৪০ জন কর্মকর্তা উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন। আশাশুনি ও শ্যামনগর উপজেলায় বাস্তবায়িত মোট ০৭ টি টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর এ প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রযুক্তি সমূহের মধ্যে রয়েছে অতিরিক্ত লবনাক্ত জমিতে কাকড়া চাষ,জলাবদ্ধ জায়গায় মেলে চাষ, টাওয়ার গার্ডেনিং, লবনাক্ত এলাকায় প্রাকৃতিক মিষ্টি পানি (ক্রিক ওয়াটার) সংরক্ষণের মাধ্যমে সবজি মাছ ও ধান চাষ, মৃদু লবনাক্ত জমিতে চিংড়ী, মাছ ও ধান চাষ ইত্যাদি।