শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খলকরণার্থে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার,সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল কে এম মিজানুর রহমান, জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসার মোস্তফা জামান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ওসি নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও চেয়ারম্যান বৃন্দ, ও সাংবাদিক বৃন্দ। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদেশ গমনের সুবিধা বিষয়ে আলোচনা করা হয়। এসময় মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বলেন, এই মন্ত্রণালয়ের কাজ হলো বৈদেশিক কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের জন্য প্রচলিত শ্রমবাজার টিকিয়ে রাখাসহ নতুন শ্রমবাজার সৃষ্টির উদ্যোগ গ্রহণ। বৈদেশিক শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি। আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন। এ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দেশ ও সংস্থার সাথে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পর্কিত বিষয়াদি নিয়েও কাজ করে।এসময় কর্মকর্তারা আরো বলেন, এই মন্ত্রণালয়ের কাজ মন্ত্রণালয়ের উপর অর্পিত বিষয় সংশ্লিষ বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা।