সাতক্ষীরা

জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরা পৌরসভা ঘেরাও সফল করার লক্ষ্যে পথসভা

By daily satkhira

September 03, 2020

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভা ঘেরাও (বিছানা, বালিসসহ) সফল করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পাকাপুলের উপর এবং ইটাগাছা হাটের মোড়ে নাগরিক আন্দোলন মঞ্চ পৌর ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাসারের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান পলাশ, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, আইন সম্পাদক এড. সালাউদ্দীন ইকবাল লোদী, ভূমিহীন নেতা শিহাব উদ্দীন, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি হোসেন আলী, ইব্রাহিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার বাসিন্দা। অথচ সামান্য বৃষ্টিতে আমরা প্রতিবছর প্রায় ৬ মাস পানিতে ডুবে থাকতে হয়। শহরে পানি নিরসনের দায়িত্ব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের। অথচ এ দূর্ভোগের সময় একটি দিনও খোজ নিতে আসেনি। নিয়মনীতি না মেনে পৌর এলাকায় মৎস্যঘের করেছেন। যার ফলে অত্র এলাকার শত শত মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছে। আমাদের দাবি একটাই জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই। সাতক্ষীরায় স্থায়ী জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভা, জেলা প্রশাসন, পাউবো কেউ জলাবদ্ধতার দায় এড়াতে পারে না। সাতক্ষীরার প্রাণ প্রাণ সায়র খাল। সেটি খননের পর কেমন হবে এমন একটি নমুনা সাতক্ষীরাবাসীকে দেখানো হলেও তা বাস্তবে রূপ লাভ না করায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া পানি নিস্কাশনের দাবিতে বিছানা বালিশ কর্মসূচি বাস্তবায়নের সকলের যথাসময়ে হাজির হওয়ার আহ্বান জানান বক্তারা।