সাতক্ষীরা

জলাবদ্ধতা নিরসনের ব্যর্থ হওয়ায় সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ঝাটা মিছিল

By daily satkhira

September 04, 2020

ডেস্ক রিপোর্ট:  বদ্দীপুর এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ায় এবং ত্রাণ দেওয়া নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সাতক্ষীরা পৌর মেয়র ও কাউন্সিলের বিরুদ্ধে ঝাটা মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌর ৩নং ওয়ার্ডের বদ্দীপুর এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বদ্দীপুর জনকল্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমান,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মনু, রবিউল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ। এর আগে এলাকাবাসী ঝাটা এবং জুতা নিয়ে জলামগ্ন বদ্দীপুরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে এবং জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ মেয়র ও কাউন্সিলের পদত্যাগ দাবি করেন।

বক্তারা বলেন, বদ্দীপুর এলাকার বছরের প্রায় ৬ মাস পানিতে তলিয়ে থাকে। প্রতিবারই ভোটের আগ মুহুর্তে মেম্বর চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দিয়ে যান নির্বাচিত হলে পানি নিস্কাশনসহ বদ্দীপুর বাসীর উন্নয়নে কাজ করবেন। পরে দেখা যায় তাদের আর কোন খবর নেই। প্রতি বছরই আমাদের এভাবে পানিতে ডুবতে হয়। এবিষয়ে জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের অবগত করালে তারা পরিদর্শনেই সীমাবন্ধ রাখেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন পূর্বে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সংশ্লিষ্ট কাউন্সিলর সেলিমসহ পৌর কর্তৃপক্ষ বদ্দীপুর পরিদর্শনে আসেন। সে সময় মানুষের চলাচলের সুবিধার্থে ২টি ট্রলি বরাদ্দ দেন। যাতে ফ্রি মানুষ যাতায়াত করতে পারে। অথচ ট্রলি দুটি সকালে একবার আসে তারপর আর খুজে পাওয়া যায়না। মানুষকে সেই ১০ টাকা হারে ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এখানকার মানুষকে পর্যাপ্ত খাদ্য সহযোগিতায় দিয়েছেন বলেও তিনি প্রচার দিয়েছেন। অথচ এখানে দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ খাদ্য সহযোগিতা পায়নি। তিনি দিচ্ছেন সামান্য আর পত্রিকায় ফলাও করে বলছেন পর্যাপ্ত দেওয়া হচ্ছে। আমরা কোন ত্রাণ চাই না, কোন সহযোগিতা চাইনা। আমরা জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদপেক্ষ চাই। দ্রুত পানি নিস্কাশনে পদক্ষেপ গ্রহণ করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তারা।