শ্যামনগর

গোবিন্দপুরে ৪দলীয় লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রিন্সিপাল আব্দুল হক স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

By daily satkhira

September 04, 2020

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরের গোবিন্দপুর সোনার বাংলা সংঘের আয়োজনে ৪দলীয় লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪-২ গোলে মৌচাক সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রিন্সিপাল আব্দুল হক স্মৃতি সংঘ। শুক্রবার বিকালে গোবিন্দপুর কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথমার্ধের প্রিন্সিপাল আব্দুল হক স্মৃতি সংঘ ফুটবল একাদশ ৩-১ গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পরে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যদিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রিন্সিপাল আব্দুল হক স্মৃতি সংঘ আরও ১ গোল এবং মৌচাক সংঘ আরও ১ গোল করে বিধায় প্রিন্সিপাল আব্দুল হক স্মৃতি সংঘ ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের খেলোয়াড় ইয়াছিন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন এম বাপ্পে। এসময় গোবিন্দপুর সোনার বাংলা সংঘের সভাপতি বাগেরহাট ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন উজ্বল এর সভাপতিত্বে বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, গোবিন্দপুর কলেজের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, এ্যাডভোকেট গাজী সাইফুল ইসলাম, এ্যাডভোকেট গাজী আব্দুস সালাম, যুবলীগ নেতা ডিএম আলমগীর ঢালী, গোবিন্দপুর কলেজের সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল, সহ-অধ্যাপক মোস্তফা নুর মোহাম্মদ, প্রভাষক জহুরুল হক, ক্রিড়া শিক্ষক নুর হোসেন সমাজসেবক গাজী অহেদুল ইসলাম, গাজী মহিদুল ইসলাম, ইউপি সদস্য গাজী আকতার ফারুক, আওয়ামীলীগনেতা গাজী নুরুল হক বাচ্চু, যুবলীগ নেতা আব্দুল ওহাব পিয়াদা, খুলনা মহানগর ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক গাজী তরিকুল ইসলাম বাবু। ফাইনাল খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন গোবিন্দপুর সোনার বাংলা সংঘের সাধারণ সম্পাদক গাজী মাসুদ, সদস্য গাজী মাহমুদ, গাজী মিজানুর রহমান, জিএম হুমায়ুন কবীর, টিএম আমিনুর রহমান, গাজী ইকবাল হোসেন, গাজী নাজমুল হোসেন, আবু মুছা, জগদীশ কুমার মন্ডল সহ সদস্যবৃন্দ।ধারাবিবরণীতে ছিলেন সহকারী শিক্ষক আব্দুল্যাহ সিদ্দিক। রেফারির দায়িত্ব পালন করেন ফিরোজ হোসেন, বাবু, আল আমিন ও নুরুল্লাহ। খেলা শেষে বিজয়ী প্রিন্সিপাল আব্দুল হক স্মৃতি সংঘের দলপতি সহকারী শিক্ষক হাবিবুর রহমানের হাতে চ্যাম্পিয়ন পুরুস্কার এবং মৌচাক সংঘের দলপতি আশরাফ হোসেনের হাতে রানার্সআপ পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।