মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনিতে অল্প কিছু দিনের ব্যবধানে আবারও ইজিবাইক চুরির ঘটনা ঘটছে। তবে এবার উপজেলার বুধহাটা ইউনিয়নের বৈউলা গ্ৰামের আব্দুল হাইয়ের ছেলে ফরহাদ হোসেন(২০) ও একই গ্রামের বাবু বিশ্বাসের ছেলে আক্তারুল ইসলাম(২৮)কে ইজিবাইকটি নিয়ে যেতে দেখেছেন একাধিক প্রতক্ষদর্শী। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ইউনিয়নের চুমুরিয়া গ্রামে। শনিবার সকালে সরেজমিন ঘুরে এবং ইজিবাইক মালিক চুমুরিয়া গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে শরিফুল ইসলাল কর্তৃত থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ইজিবাইক মালিক শরিফুল ইসলাম ঘটনার দিন বেলা দুইটার দিকে প্রতিদিনের মত বাড়ির পিছনের পিচের রাস্তার উপর গাড়ি রেখে দুপুরের খাবার খেতে বাড়িতে প্রবেশ করে। বিকাল সাড়ে তিনটার দিকে তার ভাইপো তাহামিদ (৮) ও ইয়াসিন (১০) এর চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে রাস্তায় এসে দেখতে পায় ফরহাদ হোসেন ও আক্তারুল ইসলাম ইজি বাইকটিকে দ্রুতগতিতে নিয়ে চলে যাচ্ছে। এসময় স্থানীয় তাসলিমা খাতুন, ছাব্বি খাতুন, তাসলিমা খাতুন পুতুল চেষ্টা করেও ইজিবাইকটি থামাতে সক্ষম হয়নি। চোরচক্রটি ইজিবাইক নিয়ে দ্রুতগতিতে পিচের রাস্তা বরাবর পাইথালীর মধ্যে প্রবেশ করলে পাইথালী গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ফজিলা খাতুন তাদেরকে ইজিবাইকটি নিয়ে যেতে দেখে। একই রাস্তা বরাবর কামারবাড়ি চার রাস্তার মোড় অতিক্রম করে ইজিবাইকটি পদ্মা-বৈউলা নামক গ্রাম এর মধ্যে প্রবেশ করলে পথিমধ্যে ওই ইজিবাইকটির নিয়মিত প্যাসেঞ্জার পদ্ম-বৈউলা গ্রামের মৃত ঈমান আলী সরদারের ছেলে আব্দুস সামাদ সরদারের সামনে পড়ে। এ সময় সামাদ সরদার ইজিবাইকটি তাদের কাছে কিভাবে এলো এমন প্রশ্ন করলে জবাবে ফরহাদ হোসেন “ভাড়ায় এনেছি” এমনটি বলে দ্রুত গতিতে সেখান থেকে চলে যান। এ বিষয়ে ইজিবাইক মালিক শরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, ডলফিন বোরাক ব্র্যান্ডের ইজিবাইক, মডেল- কে, আর, এ+বি-৬৪, কালার-লাল, চেচিস নং- ওয়াই, ডি, কে, আর-০৯২০১৯৫১৯ । যেহেতু তাদেরকে ইজিবাইকটি নিয়ে যেতে অনেকেই দেখেছে সেহেতু হয়তো ইজিবাইকটি তারা বেশি দূরে নিয়ে যেতে সক্ষম হয়নি। কোন সহৃদয় ব্যক্তির নজরে আসলে এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ইজিবাইক মানিক। স্থানীয়দের ধারণা কিছুদিন পূর্বে এ এলাকা থেকে যে ইজিবাইকটা চুরি হয়েছিল ওই ইজিবাইকটি চুরিতে এই চক্রের হাত থাকতে পারে। এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির প্রতিবেদককে জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ আমি শুক্রবার সন্ধ্যায় পেয়েছি। ইজিবাইকটি উদ্ধার এবং এই চোরচক্রটি গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম চলছে। ইজিবাইক উদ্ধার এবং চক্রটি গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র।