ভিন্ন স্বা‌দের খবর

দেশে হিজড়াদের প্রথম বিউটি পার্লার উদ্বোধন করলেন অতি. ডিআইজি হাবিবুর রহমান

By Daily Satkhira

May 08, 2017

রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে।গত শনিবার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেণ্ডাবর এলাকায় এ বিউটি পার্লারের উদ্বোধন করা হয়। হিজড়া সম্প্রদায়ের একটি দল এ পার্লারটি পরিচালনা করবেন।  দেশে এটিই হিজরাদের প্রথম বিউটি পার্লার।পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিউটি পার্লারটির উদ্বোধন করেন। রোববার ডিএমপি নিউজে এ খবর জানানো হয়েছে। এ সময় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বলেন, সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে, বেদে ও হিজড়া সম্প্রদায় মানুষ হয়েও তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় তারা বিভিন্ন অপরামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আলোর পথ দেখাতে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে সম্পৃক্ত করা জরুরি বলে মনে করেন অতিরিক্ত ডিআইজি। হাবিবুর রহমান আরো বলেন, উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে বেদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য সেলাই প্রশিক্ষণ, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউস, বিউটি পার্লারসহ নানা ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় সাভারের বেদে সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা পাল্টে দিয়েছিলেন। সম্প্রতি সেখানে বেদে সম্প্রদায়ের নারীদের কর্মসংস্থানের জন্য গড়ে তুলছেন উত্তরণ ফ্যাশন নামে একটি পোশাক কারখানা। এ ছাড়া সেখানে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এ ব্যাপারে হিজড়া সম্প্রদায়ের সদস্য সামিউল আলম শাম্মী বলেন, ‘ডিআইজি স্যার তার  ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এ পার্লার করে দিয়েছেন। শুধু হিজড়ারাই এখানে কর্মরত থাকবে। নারীদেরই এ পার্লারটিতে সাজানো হবে।’ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।