সাতক্ষীরা

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধের মৃত্যু

By daily satkhira

September 07, 2020

নিজস্ব প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে, জেলায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৯১ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯ জন। মৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরার তালা উপজেলার পাঁচপোতা গ্রামের একব্বর সরদারের ছেলে বাক্কার সরদার (৬০।) মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ¦র ও শ^াসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে তালা উপজেলার পাঁচপোতা গ্রামের বৃদ্ধ বক্কার সরদার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই বৃদ্ধের লাশ দাফনর অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে।#