কালিগঞ্জে পানিতে ডুবে আট বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জঃ কালিগঞ্জে মৌতলা গ্রামে পুকুরে গোসল করতে যেয়ে পানিতে ডুবে সোমবার দুপুর সাড়ে ১ টায় অনিক নামের আট বছরের শিশু মৃত্যুবরন করেছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের কাজী শরিফুল ইসলামের ছেলে মৌতলা নতুন কুড়ি কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্র অনিক হোসেন (৮)। পারিবারিক সুত্রে জানা যায় অনিক দুপুর ১টার সময় তার সমবয়সী ৫-৬ জন বাচ্চাদের নিয়ে তার চাচা শরিফুল ইসলামের পুকুরে গোসল করতে যায় । বাচ্চারা পুকুরের পানিতে খেলা করতে থাকে কিন্তু তাদের খেলার সাথী অনিকের কথা ভুলেই গিয়েছিল সবাই। সব বাচ্চারা পুকুর থেকে যার যার মত বাড়ি ফিড়ে গেলেও বাড়ি ফিরে যায়নি অনিক।এরপর অনিকের চাচা শরিফুল ইসলাম দুপুর সাড়ে ১ টায় সেই পুকুরে গোসল করতে নামে। পানিতে নেমে ডুব দিতে যেয়ে তার পায়ের সাথে ধাক্কা লাগে মানুষের দেহের এমনটা অনুভব করে সে। সাথে সাথে ডুব দিয়ে পানি থেকে নিথর একটি বাচ্চার দেহ উপরে উঠায়।উপরে উঠানোর সাথে সাথে দেখতে পায় নিথর পানির নিচে দেহটা আর কারও নয় তার ভাইপো অনিকের। সাথে সাথে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্্র এ নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষনা করে। অনিকের এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।