শ্যামনগর

উপকূলীয় সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে মানববন্ধন

By daily satkhira

September 08, 2020

সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ  শ্যামনগর উপকুলের সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বুড়িগোয়ালিনীর আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে মঙ্গলবার সকাল দশটায় সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরা ও সুন্দরবন ম্যানগ্রোভ অপারেটর এ্যাসোসিয়েশনের আয়োজনে বোট মালিক শ্রমিক ও স্থানীয় ব্যাবসায়ীদের নিয় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গাজী সালাহউদ্দিন বাপ্পির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, টুরিস্ট ব্যবসায়ী সোনার বাংলা গুরুপের পরিচালক নাজমুল সাহাদত পলাশ, সাংবাদিক আব্দুল হালিম, হুদা মালী,আনিচুর রহমান,ফজলুল হক, মাছুম বিল্লাহ সহ আরো অনেকে।

এ সময় বক্তারা সুন্দরবনে পর্যটক দের প্রবেশের জন্য দুরত্ব পাশ পারমিটের জন্য বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।