সাতক্ষীরা

পৌর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক: বৈধ চালকদের বিক্ষোভ

By daily satkhira

September 08, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার অনুমোদিত ইজিবাইক চালকদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার সামনে এ বিক্ষোভ কর্মসূচিতে ২ শতাধিক ইজিবাইক চালক অংশ নেয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন গোপাল বিশ্বাস, আব্দুস সেলিম, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল বাবু, ফিরোজ হোসেন, শহিদুল ইসলাম, মিন্টু প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা থেকে অনুমোদিত ইজিবাইকগুলো পৌর এলাকায় চলাচল করবে এবং ইউনিয়ন পর্যায়ের ইজিবাইকগুলো ইউনিয়নে চলবে বলে পৌর কর্তৃপক্ষ ৬৯৫ টি ইজিবাইকের অনুমোদন দেয়। প্রতিটি ইজিবাইক পুনরায় নবায়ন করতে ৩ হাজার এবং নতুন অনুমোদনে ৬ হাজার ৫শ টাকা করে নিয়েছে। অথচ, পৌর এলাকায় ইউনিয়ন পর্যায়ের ইজিবাইকগুলো দাপিয়ে বেড়াচ্ছে। এ ধরনের নানান সমস্যার কথা তুলে ধরে বক্তারা বলেন, এসকল সমস্যার সমাধানে আমরা সম্মিলিতভাবে পৌর মেয়রের কাছে গেলে তিনি আমাদের অপমানিত করে বের করে দেন। এব্যাপারে সুষ্ঠু সমাধানের লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। এব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।