সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে বিজিবি-বিএসএফ ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

By Daily Satkhira

May 08, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার চারাবাড়ি সীমান্তের বিপরীতে বিজিবি-বিএসএফ ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় চারাবাড়ি সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকার রামসীতা মন্দিরের সামনে এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বৈঠকে নারী-শিশু পাচার, চোরাচালান, মাদক প্রতিরোধ ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাতক্ষীরার ৩৮ বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আহম্মদ আলী জানান, পতাকা বৈঠকে বাংলাদেশের ২৪ সদস্য দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮ ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আরমান হোসেন পিএসসি এবং ভারতের ২০ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফ’র ৭৬ কল্যাণী ব্যাটেলিয়নের অধিনায়ক নরেন্দ্র সিং। দীর্ঘ সময়ের এ পতাকা বৈঠকে নারী-শিশু পাচার, চোরাচালান ও মাদক প্রতিরোধসহ সীমান্তে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই রিপোট লেখা পর্যন্ত পতাকা বৈঠক চলছিল।