কলারোয়া

কলারোয়ায় সবজির বাজারে আকাশছোঁয়া দাম

By daily satkhira

September 09, 2020

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাজারগুলোতে হু হু করে বাড়ছে সবজির দাম। যেন কয়েকদিনের ব্যবধানে আগুন লেগেছে সবজির বাজারে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত। প্রতিদিনই বাড়ছে সবজির দাম। তবে বাজারে সরবরাহ বেশি থাকায় ইলিশের দাম তুলনামূলক কমেছে। বুধবার কলারোয়ার খুচরা বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ দিন বাজারে প্রতি কেজি বেগুন ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা মাসখানেক আগে ছিল ৪০-৫০ টাকায়। প্রতি কেজি বরবটি বাজারভেদে বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা, পটোল ও ঢ্যাঁড়শ ৪০-৪৫ টাকা কেজি। প্রতি কেজি কাকরোল বিক্রি হয় ৬০ টাকা। এছাড়া প্রতি কেজি কচুর মুখি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা। ঝিঙা ৫০-৬০ টাকা এবং টমেটো ১০০-১২০ টাকা। আর ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। দাম বেশীর বিষয়ে জানতে চাইলে কলারোয়া বাজারের সবজি বিক্রেতা মো: ঈমান আলী বলেন, বন্যায় বিভিন্ন জায়গায় সবজির ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়া বৃষ্টির কারণেও সবজি নষ্ট হচ্ছে। তাই কলারোয়ায় সবজির সরবরাহ কমেছে। আর যেসব সবজি আসছে তা কৃষক পর্যায় থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই কলারোয়ায় পাইকারি ও খুচরা বাজারে বেশি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে একজন ক্রেতা আবুল কাসেম বলেন, কাঁচা বাজারে আসলে মনে হয় সকল ব্যবসায়ী সিন্ডিকেট করে সব ধরনের সবজির দাম বেশি করে নিচ্ছে, দোকানদার যেই দামে চায়, আমাদের বাধ্য হয়ে সেই দামেই কিনতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের কোন নজরদারী না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামত সবজির দাম হাঁকিয়ে নিচ্ছেন। তিনি প্রশাসনের কাছে বাজার মনিটোরিং জোরদার করার দাবী করেছেন।