সাতক্ষীরা

করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ বহুমূখী জনকল্যান মূলক কার্যক্রমে সেনাবাহিনী

By daily satkhira

September 12, 2020

প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিজেদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের আপামর মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিক তায় অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্তঅঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনা নিবাসের সেনা সদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে করোনার সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সেনা সদস্যরা নিয়মিত টহল জোরদার করেছে। এছাড়াও স্থানীয় বাজার ও হাটেজন সমাগম এড়াতে নজর দারি বৃদ্ধি, গণপরিবহন মনিটারিং, ফ্রিচিকিৎসা সেবা প্রদান, ঔষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নসহ নানাবিধ জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে খুলনা উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্তবেড়িবাঁধ মেরামতের কাজ অব্যাহত রাখার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলের বন্যা কবলিত এলাকায় ফ্রী চিকিৎসা সেবা প্রদান এবং বিশুদ্ধ পানি ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি