খুলনা

খুলনায় বেডস্ এর আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

By daily satkhira

September 13, 2020

জীববৈচিত্র্য সংরক্ষণ সুস্থ পরিবেশের জন্য অপরিহার্য; আর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো তাদের নিরাপদ আবাসস্থল। দিন দিন শহরের গাছপালা কমে গিয়ে পরিস্থিতির বিশেষ অবনতি ঘটছে। তাই খুলনা শহরের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে তাদের আবাসস্থল তৈরি ও বিদ্যমান আবাসস্থল সংরক্ষণের কোন বিকল্প নেই। একই সাথে জীববৈচিত্র্যের প্রতি মমত্ববোধ তৈরি হওয়া এবং পরিবেশে জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করারও কোন বিকল্প নেই। আজকের শিশুরাই পারে আগামি দিনে শহরের পরিবেশ ব্যবস্থাকে ঠিক রাখতে ও নগর জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে। পরিবেশবাদী বেসরকারী সংগঠন বাংলাদেশ এনভায়রণমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্)- এর উদ্যোগে আয়োজিত নগর জীববৈচিত্র্য অবলোকন মানচিত্র বিষয়ক এক শিশুতোষ চিত্রাঙ্গন প্রতিযোগিতার শুরুতে বক্তারা এসকল কথা বলেন। গত ১৩ সেপ্টেম্বর রবিবার ২০২০ বেডস্ খুলনা মহানগরীর শিল্পকলা একাডেমিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নগর জীববৈচিত্র্য অবলোকন মানচিত্র বিষয়ক একটি চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কারিকরি কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব পার্থ প্রতীম সাহা এবং পেশাদার আর্টিস্ট মিস. শায়লা জিন্নাত। প্রতিযোগিতা শেষে বিচারকগণ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য যে, দাতা সংস্থা কেইদানরেন ন্যাচার কনজারভেশন ফান্ড -কেএনসিএফ (কবরফধহৎবহ ঘধঃঁৎব ঈড়হংবৎাধঃরড়হ ঋঁহফ -কঘঈঋ)-এর আর্থিক সহায়তায় কার্যক্রমটি বাস্তবায়িত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংস্কৃতিক কর্মকর্তা খুলনা শিল্পকলা একাডেমি। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর প্রধান নির্বাহী মো. মাকছুদুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বিভাগীয় কর্মকর্তা মাহফুজুর রহমান মুকুল, জেলা শিল্পকলা একাডেমী এর সদস্য শরিফুল ইসলাম সেলিম, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, বেডস এর মার্কেটিং অফিসার নুরুল আমিন অপু ও পাবলিক রিলেশান অফিসার কপিল বিশ্বাস। প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে একটি সনদপত্র ও কমিক বই প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি