সাতক্ষীরা

জেলা আইনজীবী সমিতির ৩ কোটি ৩৫ লক্ষ ৯১ হাজার ৯৮ টাকার খসড়া বাজেট ঘোষণা

By Daily Satkhira

May 09, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২০১৭-১৮ অর্থ বছরের ৩ কোটি ৩৫ লক্ষ ৯১ হাজার ৯৮ টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।  সোমবার দুপুর ৩টায় জেলা আইনজীবী সমিতির ভবনে সমিতির সভাপতি এড. শাহ আলমের  সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এড. আব্দুর রউফ, সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, এড. আব্দুল্লাহ আল মামুন, এড. নিজামউদ্দীন, এড. জিয়াউর রহমান, এড. মতিয়ার রহমান, এড. নজরুল ইসলাম, এড. ইউনুছ আলী, এড. হাবিব ফেরদাউস শিমুল, এড. আশরাফুল কবীর, এড. কাজী আবু তাছিন  প্রমুখ। এসময় বাজেট অধিবেশনে বাজেট সংক্রান্ত উন্মুক্ত আলোচনা আইনবীবীরা বক্তব্য রাখেন।খসড়া বাজেটে সমিতির প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫লক্ষ ৯১হাজার ৯৮টাকা এবং প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫ লক্ষ ৪৪ হাজার টাকা। এসময় সমিতির উপস্থিত সকল আইনজীবীদের সর্ব সম্মতিক্রমে আয় খাতে ওকালাতনামার মূল্য  ও জামিননামা দাম বৃদ্ধি করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. ওসমান গণি।