অর্থনীতি

চিনে কাঁকড়া রপ্তানির দাবিতে সাতক্ষীরায় কাঁকড়া ব্যবসায়ী সমিতির মানববন্ধন

By Daily Satkhira

September 15, 2020

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার সখিপুরে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সাতক্ষীরা- কালিগঞ্জ প্রধান সড়কে সখিপুরস্থ সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। এ জেলায় মাছ, কাঁকড়া ও কুচে বিদেশে রপ্তানী করে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে ৩মাসের অধিক সময় ধরে কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় এলাকার উৎপাদিত কাঁকড়া চাষী ও ব্যবসায়ীরা চরম বিপাকে। বিশেষ করে চায়নায় কাঁকড়া রপ্তানী বন্ধ থাকার কারনে প্রায় লক্ষাধিক কাঁকড়া চাষী ও ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। তাই যাতে অতি শিঘ্রই চায়নায় কাঁকড়া রপ্তানী হয় তার ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ৪০ মেট্রিক টন কাঁকড়া বিদেশে রপ্তানী হয়। যার মধ্যে শুধু মাত্র সাতক্ষীরা জেলা থেকে প্রতিদিন ৬ মেট্রিক টন কাঁকড়া বিদেশে রপ্তানী হয়। আর এ রপ্তানীকৃত থেকে প্রতিবছর প্রায় ২ হাজার কোটি টাকা উপার্জন করে বাংলাদেশ তথা সাতক্ষীরা জেলার কাঁকড়া ব্যবসায়ী ও চাষীরা। তাছাড়া যাতে চীনে দ্রুত কাঁকড়া রপ্তানী হয় তার জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা। এদিকে এ মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু। জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি পরিতোষ কুমার মন্ডল, কোষাধাক্ষ্য ও ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, ব্যবসায়ী মামনি এন্টার প্রাইজের স্বত্বাধীকারী অশোক কুমার দাস গনেশ, বাসুদেব, আনারুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ। এছাড়া মানববন্ধনে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত কাঁকড়া ব্যবসায়ী ও চাষীরা অংশগ্রহণ করেন।