সাতক্ষীরা

সাতক্ষীরায় এইডস প্রতিরোধ বিষয়ক সেনসিটাইজেশন মিটিং

By daily satkhira

September 16, 2020

নিজস্ব প্রতিনিধি :  সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত, পিটিয়েপড়া মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লাইট হাউজ কনসোর্টিয়াম এর আয়োজনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরার সিভিল অফিসের সম্মেলন কক্ষে এই সভার সভাপতিত্ব করেন, সিভিল সার্জ ডা: মুহাম্মদ হুসাইন সাফায়েত। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডিআইসি ম্যানেজার মোঃ সন্জু মিয়া। সভায় বক্তারা বলেন, লাইট হাউস কনসোর্টিয়াম এইচআইভি/এইডস প্রতিরোধে ঝুঁকিপূর্ণ পূরুষ, মহিলা যৌনকর্মী এবং হিজড়া জনগোষ্ঠী নিয়ে সাতক্ষীরা জেলায় দীর্ঘদিন যাবৎ কাজ করছে । এই প্রকল্পের জনগোষ্ঠী সমাজের অবহেলিত এবং এইচআইভির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তারপর তিনি বাংলাদেশের এইচআইভি এইডস বর্তমান পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশে বর্তমানে ৭৩৭৪ জন এইচআইভি পজিটিভ ব্যক্তি রয়েছে। এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই আমাদের সকলের উচিত এই প্রকল্পের কাজ বাস্তবায়নে সহযোগিতা করা। এই প্রকল্পের কোন বেনিফিসিয়ারীর যদি কোন চিকিৎসা সেবার প্রয়োজন হয় তাহলে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে দেওয়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে লাইট হাউস কনসোর্টিয়ামের চলমান কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সেনসিটাইজেশন মিটিং পরিচালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোছাঃ শাহিনুর খাতুন।