কলারোয়া

কলারোয়ায় ৪ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভূক্ত আসামীসহ গ্রেফতার -৮

By daily satkhira

September 17, 2020

কলারোয়া প্রতিনিধি :  সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের নির্দেশনায় কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত হারান চন্দ্র পাল, এসআই(নিঃ) মোঃ রুবেল আহম্মেদ এসআই (নিঃ) সুবীর কুমার ঘোষ, এএসআই(নিঃ) মোঃ আসলাম সিকদার, এএসআই(নিঃ) নূরআলী সহ সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১. মোঃ ইসহাক মোড়ল (৪০), পিতা- ইসলাম মোড়ল স্থায়ী : গ্রাম- রঘুনাথপুর, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বাংলাদেশ ২. মোঃ আব্দুর রহিম (৩০), পিতা- মোঃ শুকুর আলী স্থায়ী : গ্রাম- বাকসা, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাদ্বয়কে ইং-১৬/০৯/২০২০ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় কলারোয়া থানাধীন গনপতিপুর গ্রামস্থ কলারোয়া টু চান্দুড়িয়া সড়কের জনৈক মোঃ আব্দুল মাজেদ এর জয় নামক মুড়ির মিলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৭০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। এবং আসামী ১. মেহেদী হাসান পলাশ (২৭), পিতা- মোঃ আঃ রশিদ স্থায়ী : গ্রাম- ঝাপাঘাট, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বাংলাদেশ ২. হামিদা খাতুন (৩৫), পিতা- মৃত বাছের আলী স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাদেরকে একই তারিখ সন্ধ্য অনুমান ১৮.৪৫ ঘটিকার সময় ৫০০ গ্রাম গাজা সহ কলারোয়া পৌরভাধীন করারোয়া টু সোনাবাড়ীয়া গামী জনৈক মোঃ রিংকু হোসেন, ১নং ওয়ার্ড তুলসীডাঙ্গা এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়। এছারাও ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করিয়া ওয়ারেন্ট ভুক্ত আসামী ১. রফিক ওরফে রাঙ্গা (২২), পিতা- মৃত মোখলেছুর গাজী ওরফে মোসলেম গাজী স্থায়ী : গ্রাম- গদখালী, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, তার নিজ বসত বাড়ী থেকে ১৭/০৯/২০২০ তারিখ রাত অনুমান ০০.১৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। ২. মোঃ আবু তালেব খান (), পিতা- মৃত অমেদ আলী খান স্থায়ী : (আলাইপুর) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাকে তার নিজ বসত বাড়ী থেকে ১৭/০৯/২০২০ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। ৩.ইসমাইল (), পিতা- মোঃ আজিয়ার রহমান স্থায়ী : গ্রাম- সুভংকর কাটি, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, তার নিজ বসত বাড়ী থেকে ১৭/০৯/২০২০ তারিখ রাত অনুমান ০১.১৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। ৪. মোঃ রিপন বিশ্বাস (), পিতা- মোঃ আতিয়ার বিশ্বাস স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাকে তার নিজ বসত বাড়ী থেকে ১৭/০৯/২০২০ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।