আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরায় পদ্ম গোখরা সাপ আটক করেছে এক মৎস্যজীবী । খাজরা ইউনিয়নের কাপসন্ডায় গ্রামে বৃহস্পতিবার সকালে তুয়ারডাঙ্গা গ্রামের হালিম সরদারের মাছের ঘেরের আটনে সাপটি আটকা পড়ে। তুয়ারডাঙ্গা গ্রামের আজিজ সরদারের পুত্র হালিম সরদার বৃহস্পতিবার ভোরে তার মৎস্য ঘেরে আটন ঝাড়তে গিয়ে দেকতে পাই সাপটি । ঘেরের পানিতে নেমে আটন ঝাড়ার সময় তিনি দেখতে পান আটনের মধ্যে সাপ রয়েছে। ভয়ে আটন রেখে তিনি চিৎকার দিলে পাশের গ্রামের লোকজন এসে সাপটি আটক করে । দেখা যায় সাপটি প্রায় ৪/৫ হাত লম্বা একটি বিষধর পদ্মা-গোখরো সাপ আটকে আছে। যার ওজন অনুমান ৩/৪ কেজি বলে ধারনা করেন । এ সাপটি হালিমের বাড়ির সামনে রাস্তায় উপর দেখার জন্য রাখা হয়েছে। সাপটি দেখার জন্য এলকার মানুষ হালিমের বাড়ি সামনে ভীড় করতে থাকে ।