কালিগঞ্জ

সাতক্ষীরার নলতায় তারিকুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন

By Daily Satkhira

September 18, 2020

কে এম রেজাউল করিম, দেবহাটা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফ টাউনপাড়া গ্রামের বাসিন্দা আলহাজ্জ ওমর হালদারের স্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এর চাচী এবং নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম এর মাতা আলহাজ্জ মোছা. তাহমিনা খাতুন (৬৫) আর নেই। তিনি ১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টা ৪৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে ( ইন্নানিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ যোহর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ আলহাজ্জ মো. শামছুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার স্বামী আলহাজ্জ ওমর হালদার, পুত্র তারিকুল, রওনাকুল, সবুজ, খাদেমুল, জামাতাগণ, নলতা পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্জ মো. আব্দুর রাজ্জাক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, কর্মকর্তা আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, আলহাজ্জ আবুল ফজল শফিকুল অানোয়ার রঞ্জু, আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ মো. আনারুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা আবু সাঈদ রংপুরী, পেশ ইমাম আলহাজ্জ মাওলানা মো. আশরাফুল ইসলাম আজিজী, হাফেজ মো. হাবিবুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, আলহাজ্জ রেজাউল ইসলাম, মো: সাইদুল ইসলাম সরদার, প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), মরহুমার প্রতিবেশী, অন্যান্য আত্মীয়-স্বজন, নলতা হাসপাতালের স্টাফবৃন্দ তথা বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লী। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে মরহুমার চেহেলাম উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হবে বলে মরহুমার বড় ছেলে মো. তারিকুল ইসলাম জানিয়েছেন। এদিকে তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন, জনপ্রতিনিধি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।