আশাশুনি

আশাশুনিতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

By daily satkhira

September 20, 2020

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:  আশাশুনিতে বিষপান করে সাবিনা খাতুন নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। জানাগেছে, উপজেলার আনুলিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইমরান সানার স্ত্রী ও খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের কালাম সরদারের মেয়ে সাবিনা খাতুন (২৫) গত বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে স্বামীর বাড়িতে পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন। এসময় স্বামী তার মুখে বিষের গন্ধ পেয়ে তাৎক্ষণিক গ্রাম্য ডাক্তার কৃষ্ণপদ মন্ডলকে ডেকে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে তাকে সাতক্ষীরা নিরাময় ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৮ মাস বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন বলে জানাগেছে। এদিকে, তার মৃত্যুর খবর পাওয়ার পর রবিবার সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এসআই নূরনবী সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরহতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সোমবার দুপুরে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত আত্মহত্যায় প্রচারণার অপরাধে থানায় ১৮(৯)২০ নম্বর মামলা রুজু করা হয়েছে।