দেবহাটা

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইনহেল্ডার প্রকল্পের সমাপনী

By daily satkhira

September 20, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইনহেল্ডার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপির আয়োজনে ৩ বছরব্যাপী চলমান ইনহেল্ডার প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের পারুলিয়া এপির ম্যানেজার ফুলি সরকার। ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল হাজরার উপস্থাপনায় মাল্টি প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কাজ বিষয়ে সকলকে অবহিত করেন ইনহেল্ডার প্রকল্পের প্রকল্প ম্যানেজার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, ওয়ার্ল্ড ভিশনের উপকারভোগী মিসেস নাজমা আক্তার ও মোবারক আলী। বক্তারা ওয়ার্ল্ড ভিশনের এই কার্য্যক্রম চলমান রাখার আহবান জানান।