সাতক্ষীরা

সাতক্ষীরাই ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নির্মানাধীন ঘর নির্মান কাজ পরিদর্শন করলেন ইউএনও দেবাশীষ চৌধুরী

By daily satkhira

September 21, 2020

আবু ছালেক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাতক্ষীরা সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১০ টি ঘর বরাদ্দ হয়েছে।রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশক্রমে বরাদ্দকৃত ঘরের নির্মানকাজ সরজমিনে পরিদর্শন করলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।পরিদর্শন কালে সঙ্গে ছিলেন সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা ইয়ারুল ইসলাম,সাতক্ষীরা জেলা মৎসজীবি উপজাতী ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান সরদার ( কেনা). জানা গেছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাতক্ষীরা সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য বরাদ্ধকৃত ১০ টি ঘরের নির্মান কাজ শুরু হয়েছে। বিশেষ করে ফিংড়ী, কোমরপুর,ঘোনা, বৈকারি নৃ তাত্বিক আদীবাসি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড ও মৎস্যজীবি উপজাতি হতদরিদ্র উন্নয়ন সোসাইটি সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তায় পার্বত্য চট্টগ্রাম ব্যাতিত, মুজিব শতবর্ষের উপহার হিসাবে প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্ধ ঘর প্রতি ২ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে ২ রুম বিশিষ্ট টিনের ছাউনি ঘর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য বরাদ্ধ হয়েছে, যার নির্মান কাজ শুরু হয়েছে, বিশেষ করে বরাদ্ধ কৃত ঘর ফিংড়ীর ব্যাংদহায় ঋষি পাড়াই তপন ঋষি,প্রশান্ত ঋষি,ও লক্ষন ঋষি,গাভায় সুষমা রানী,ফয়জুল্যাপুরের সুবল বাগদি,বরুন বাগদি,কোমরপুরের নমিতা বাগদি,ঝাউডঙ্গার পাথর ঘাটা রাজবংসি পাড়ার জয়মনি মন্ডল,কাথন্দার চৌদালি বাগদি সম্প্রদায়ের আহম্মদ আলী,ছনকার আবুল গাজীর নামে বরাদ্ধ কৃত ঘরের নির্মান কাজ পর্যায় ক্রমে পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, এ ছাড়া পর্যায়ক্রমে সমবায় কর্মকর্তা,উপজেলা প্রকৌশলী,ও পি আই ও নির্মানাধীন কাজের পরিদর্শন করেন। সোমবার সন্ধায় সাতক্ষীরা জেলা মৎসজীবি উপজাতী ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান সরদার কেনা, সাংবাদিক মো: আবু ছালেক সহ স্হানীয় সকল সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন। সাথে সাথে দ্রত ভাবে নির্মানাধীন ঘর নির্মান কাজ শেষ হবে বলে আশা করেন।