দেবহাটা

জমে উঠেছে দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন : ১৩টি পদে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

By daily satkhira

September 23, 2020

দেবহাটা ব্যুরো : জমে উঠেছে দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন। দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে দেবহাটার সকল সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বইছে। নির্বাচনের নানা আনুষ্ঠানিকতা, দাপ্তরিক কার্যক্রম, মনোনয়নপত্র সংগ্রহ আর সাংবাদিকদের পদচারণায় বর্তমানে মুখরিত হয়ে উঠেছে দেবহাটা প্রেসক্লাব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র মোতাবেক দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২০-২১ এর তফশিল ঘোষনার পর বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত ১৩ টি পদের বিপরীতে মোট ১৭জন প্রার্থী তাদের মনোনয়ণপত্র সংগ্রহ করেছেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই স্বতষ্ফূর্তভাবে দেবহাটা প্রেসক্লাব ভবনে উপস্থিত হয়ে উৎসব মুখর পরিবেশে আহ্বায়ক কমিটি নিযুক্ত রিটার্নিং অফিসার সরকারী খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুর রহমানের উপস্থিতিতে নির্ধারিত ফি দিয়ে কাঙ্খিত পদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এনিয়ে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতায় অংশগ্রহনেচ্ছু ১৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে প্রতিদ্বন্দীতা করতে যাচ্ছেন। উল্লেখ্য, আহ্বায়ক কমিটি ঘোষিত নির্বাচনী তফশিল মোতাবেক ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের কার্যালয় থেকে রিটার্নিং অফিসারের উপস্থিতিতে প্রতিদ্বন্দী প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন। ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ওই দিনই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ২৬ সেপ্টেম্বর প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রতিক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। সর্বশেষ ১লা অক্টোবর উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব ভবনে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্নের জন্য সার্বক্ষনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মো. আবু বকর গাজী।