আশাশুনি

আশাশুনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ॥ থানায় লিখিত অভিযোগ

By daily satkhira

September 23, 2020

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামের হাফিজুলসহ ৩ জনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পাইকগাছার দেবদুয়ার গ্রামের মহসিন মিস্ত্রীর কন্যা শিরিনা খাতুন কতৃক থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে জানাগেছে, উপজেলার রামনগর গ্রামের আলীম উদ্দীন গাজীর ছেলে হাফিজুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুল লতিফের ছেলে লাচ্চুর মাধ্যমে পরিচিত শিরিনা হন। এরপর থেকে মোবাইলে তাদের মধ্যে যোগাযোগের এক পর্যায়ে বিবাহের প্রলোভন দেখিয়ে কাছে পেতে প্রতারণার আশ্রয় নেয় হাফিজুল। গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হাফিজুল তাকে দরগাহপুর বাসস্ট্যন্ডে ডেকে নিয়ে সেখান থেকে যশোরে রওয়ানা হয় এবং খাজুরায় তার পরিচিত জনৈক হক এর বাড়িতে নিয়ে ওঠে। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তিন দিন সেখানে থাকার পর হাফিজুলের ভাই নূর ইসলাম ও লাচ্চু মোবাইলে কথা বলে বাড়ি ফিরতে বলে। তিনদিন পর তারা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে দরগাহপুরে আসলে ভাই ও লাচ্চুর কুপরামর্শে তাকে নিজের বাড়িতে না নিয়ে লাচ্চুর বাড়িতে নিয়ে তোলে। এরপর তারা ষড়যন্ত্র করে খুব শীঘ্রই বিয়ের ব্যবস্থা করা হবে বলে ওয়াদা করে শিরিনাকে তার পিতার বাড়িতে পাঠায়। কিন্তু পরে আর তার ফোন না ধরাসহ যোগাযোগ না রাখায় অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় শিরিনা। বাধ্য হয়ে শিরিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে বিবাদী হাফিজুলসহ তার সহায়তাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।