শ্যামনগর

শ্যামনগরে জ্বালানী বিষয়ে গোল টেবিল বৈঠক

By Daily Satkhira

May 10, 2017

গাজী আল ইমরান : মঙ্গলবার বিকাল ৫ টায় সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম.ঈশ্বরীপুর ইউনিট এর আয়োজনে এবং বেসরকারি  উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় ২০ জন তরূন তরুনীকে নিয়ে ঈশ্বরীপুর ইউনিট কার্যালয়ে নবায়নযোগ্র শক্তি বিষয়ে তরুন সমাজের ভাবনা বিষয়ে এক এলাচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা নবায়নযোগ্য জ্বালানী এবং এর ব্যাবহরে তরুন বন্ধুদের গুরুত্বরোপ করেন । বক্তারা নবায়নযোগ্য শক্তির গুরুত্বারোপ করে  বলেন“  নবায়নযোগ্য  সম্পদ অফুরন্ত , অন্যদিকে অনবায়নযোগ্য সম্পদ সীমিত যা একবার নিঃশেষ হয়ে গেয়ে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয় । অনবায়নযোগ্য সম্পদ যা সীমিত আকারে থাকে। আমাদের অনবায়নযোগ্য সম্পদের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করতে হবে কারণ অনবায়নযোগ্য সম্পদ সহজে ফুরিয়ে যাবে না। এছাড়াও অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারের ফলে পরিবেশ ব্যপক ভাবে দূষিত হয়। এ কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিৎ। এস,এস,টির ঈশ্বরীপুর ইউনিট সভাপতি জগবন্ধু কয়ালের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা আল ইমরান সহ  ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।